পটুয়াখালী জেলার সংক্ষিপ্ত বর্ণনাঃ
ভৌগলিক অবস্থানঃ ২১ x ৪৯র্ ১৬ অক্ষাংশ থেকে ২২ x ৩৬র্ উত্তর অক্ষাংশ, ৮৯ ৫২র্ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০ x ৩৮র্ ৫৫র্ পূর্ব দ্রাঘিমাংশ
আয়তন ও সীমনাঃ পটুয়াখালী জেলার আয়তন ৩,২২০.১৫ বর্গকিলোমিটার। উত্তরে বরিশাল জেলা, দক্ষিনে বঙ্গোপসার ও বরগুনা জেলা, পূর্বে ভোলা ও তেঁতুলিয়া নদী, পশ্চিমে বরগুনা জেলা।
উপজেলাঃ এ জেলার মোট উপজেলার সংখ্যা ৭টি। যথা-পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, বাউফল, দুমকী, মির্জাগঞ্জ ও কলাপাড়া।
পৌরসভাঃ পটুয়াখালী জেলায় মোট ৪টি পৌরসভা আছে। এগুলো-পটুয়াখালী, গলাচিপা, বাউফল ও কলাপাড়া।
থানাঃ পটুয়াখালী জেলায় মোট থানার সংখ্যা ৮টি। এগুলো-পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, বাউফল, দুমকী, মির্জাগঞ্জ, কলাপাড়া ও রাঙ্গাবালী।
থানাঃ পটুয়াখালী জেলায় মোট থানার সংখ্যা ৮টি। এগুলো-পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, বাউফল, দুমকী, মির্জাগঞ্জ, কলাপাড়া ও রাঙ্গাবালী।
পটুয়াখালী জেলার পটভূমিঃ বরিশাল বিভাগের অন্তর্ভূক্ত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী একটি সম্ভাবনাময় জেলা। এর উত্তরে বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভোলা এবং পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত। মেঘনা নদীর পলল ভূমি এবং ছোট ছোট চরাঞ্চল নিয়ে পটুয়াখালী গঠিত। খ্যাতনামা পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে আছে একই স্থানে দাঁড়িয়ে সূযোর্দয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার অপূর্ব সুযোগ, যা বিশ্বে বিরল। তাই দেশ-বিদেশের হাজারো পর্যটকের কাছে কুয়াকাটা অনন্য এক দর্শনীয় স্থান। বাঙালী সংস্কৃতির পাশাপাশি উপজাতীয় রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য এ জেলাকে করেছে আরো বেশী সমৃদ্ধ। বিরূপ প্রাকৃতিক পরিবর্তন জনিত কারণ এবং সমুদ্র এলাকার কাছাকাছি অবস্থিত হওয়ায় এ অঞ্চল ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শিকার হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন