শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

গুগলে দেখুন বিশ্ব মহাগ্রন্থাগার

গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। তাই আমরা গুগল থেকে যে কোন তথ্য খুজে সেগুলো সম্পর্কে সম্যক ও পরিপূর্ন ধারণা পাই। গুগলের এ শত সহ্রস সুবিধা ও আইটেমের মধ্যে http://books.google.com গুগল বুক সেন্টার বা গুগল লাইব্রেরী বা গুগল মহাবিশ্বগ্রন্থগার একটি অন্যতম। গুগল গ্রন্থাগারের উদ্দেশ্য বিশ্বের তাবৎ জ্ঞানকে ডিজিটাইজ করে সেটিকে সবার নাগালে নিয়ে আসা। আর এ কারনেই বড় বড় কয়েকটি ইউনিভার্সিটি লাইব্রেরীর সাহায্য নিয়ে ২০০২ সাল থেকে বই স্কানিং এবং ডিজিটাইজ করার উদ্যোগ হাতে নিয়েছে গুগল। ২০০৯ সালের এপ্রিল নাগাদ প্রায় ৭০ লক্ষ বইকে স্ক্যান করে। উপরের প্রদত্ত ওয়েবসাইটে প্রবেশ করে সার্চ বক্সে আপনি যে কোন বইয়ের নাম দিয়ে সার্চ করলে পেয়েও যেতে পারেন আপনার কাঙ্খিত বইটি। বর্তমানে বইয়ে সংখ্যা ২০ মিলিয়নের উপরে।