বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল অদ্য ০৪/০৮/১৬ তারিখ সন্ধ্যা ৭:০০ টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ২৯ টি অনার্স বিষয়ে সারাদেশে ৬১৯  টি কলেজের ২১১  টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ  ২,৭৭,২৯৬ (দুই লক্ষ সাতাত্তর হাজার দুইশত ছিয়ানব্বই) জন পরীক্ষার্থী  পরীক্ষায় অংশগ্রহণ করে । উত্তীর্ণের হার ৯০.১১।
এ পরীক্ষার ফল ঝগঝ এর মাধ্যমে যে কোন  মোবাইল Message অপশনে গিয়ে nu<space> H1 <space> Roll/Reg. No লিখে ১৬২২২ নম্বরেSend করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং   www.nubd.info  থেকে পাওয়া যাবে ।