শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

গুগলে দেখুন বিশ্ব মহাগ্রন্থাগার

গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। তাই আমরা গুগল থেকে যে কোন তথ্য খুজে সেগুলো সম্পর্কে সম্যক ও পরিপূর্ন ধারণা পাই। গুগলের এ শত সহ্রস সুবিধা ও আইটেমের মধ্যে http://books.google.com গুগল বুক সেন্টার বা গুগল লাইব্রেরী বা গুগল মহাবিশ্বগ্রন্থগার একটি অন্যতম। গুগল গ্রন্থাগারের উদ্দেশ্য বিশ্বের তাবৎ জ্ঞানকে ডিজিটাইজ করে সেটিকে সবার নাগালে নিয়ে আসা। আর এ কারনেই বড় বড় কয়েকটি ইউনিভার্সিটি লাইব্রেরীর সাহায্য নিয়ে ২০০২ সাল থেকে বই স্কানিং এবং ডিজিটাইজ করার উদ্যোগ হাতে নিয়েছে গুগল। ২০০৯ সালের এপ্রিল নাগাদ প্রায় ৭০ লক্ষ বইকে স্ক্যান করে। উপরের প্রদত্ত ওয়েবসাইটে প্রবেশ করে সার্চ বক্সে আপনি যে কোন বইয়ের নাম দিয়ে সার্চ করলে পেয়েও যেতে পারেন আপনার কাঙ্খিত বইটি। বর্তমানে বইয়ে সংখ্যা ২০ মিলিয়নের উপরে।

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইট

অনেকেই হয়তো বলতে পারেন ফেসবুক থাকার পরে অন্য কোন সোশ্যাল সাইটের প্রয়োজন অর্থহীন। কিন্ত বর্তমানে ফেসবুক ছাড়াও বেশ কিছু সোশ্যাল সাইট রয়েছে।

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

My Document এর Default Setting পরিবর্তন

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই যে সমস্যাটার সম্মুখীন হই তা হল হঠাৎ Windows চালু না হওয়া। তখন না চাইলেও বাধ্য হইয়া Windows সেটাপ দেই তখন My Document এর সকল ডাটা/তথ্য মুছে যায় অর্থাৎ My Document খালি হয়ে যায়। কারণ My Document সব সময় 'C' Drive এর অধীনে থাকে। My Document এর Default location বদলানো যায়। বিষয়টি নিম্নরুপঃ
  • প্রথমে যেই ড্রাইভকে আপনি Default location বদলাতে চান সেই ড্রাইভে My Document নামে একটি নতুন ফোল্ডার বানান।
  • ডেক্সটপে থাকা অরজিনাল My Document ফোল্ডারটির উপর রাইট ক্লিক Properties থেকে Move এ যান। এরপর Select a Destination ডায়লগবক্স থেকে My Computer > F (এখানে F এর পরিবের্ত আপনি যেই ড্রাইভে My Document নামে ফোল্ডার তৈরি করেছেন সেই ড্রাইভটি)  এ গিয়ে আপনার তৈরি করা My Document ফোল্ডারটি সিলেক্ট করে OK দিন। Yes/No আসলে Yes দিন। তাহলে আপনার তৈরি করা My Documents ফোল্ডারটিই হবে নতু জায়গা। সবকিছু ওখানেই চলে যাবে, ওখানেই সেভ হবে। ফলে নতুন করে Windows format দিলেও চিন্তার কিছু নেই।

বুধবার, ১০ অক্টোবর, ২০১২

গুগলে দ্রুত সার্চ করার কৌশল

  • আপনি যদি গুগলে কোন কিছুর সংজ্ঞা বা কাকে বলে জানতে চান তাহলে সেই শব্দের আগে define লিখে সার্চ করতে হবে। যেমন : যদি ব্লগ কি জানতে চান তাহলে define blog  লিখে সার্চ করতে হবে।
  • কোন হিসাবের ফলাফল বের করতে হলে- যেমন : ২০+৫০-২০ লিখে সার্চ করলে ফল আসবে = ৫০।www.google.com