আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই যে সমস্যাটার সম্মুখীন হই তা হল হঠাৎ Windows চালু না হওয়া। তখন না চাইলেও বাধ্য হইয়া Windows সেটাপ দেই তখন My Document এর সকল ডাটা/তথ্য মুছে যায় অর্থাৎ My Document খালি হয়ে যায়। কারণ My Document সব সময় 'C' Drive এর অধীনে থাকে। My Document এর Default location বদলানো যায়। বিষয়টি নিম্নরুপঃ
- প্রথমে যেই ড্রাইভকে আপনি Default location বদলাতে চান সেই ড্রাইভে My Document নামে একটি নতুন ফোল্ডার বানান।
- ডেক্সটপে থাকা অরজিনাল My Document ফোল্ডারটির উপর রাইট ক্লিক Properties থেকে Move এ যান। এরপর Select a Destination ডায়লগবক্স থেকে My Computer > F (এখানে F এর পরিবের্ত আপনি যেই ড্রাইভে My Document নামে ফোল্ডার তৈরি করেছেন সেই ড্রাইভটি) এ গিয়ে আপনার তৈরি করা My Document ফোল্ডারটি সিলেক্ট করে OK দিন। Yes/No আসলে Yes দিন। তাহলে আপনার তৈরি করা My Documents ফোল্ডারটিই হবে নতু জায়গা। সবকিছু ওখানেই চলে যাবে, ওখানেই সেভ হবে। ফলে নতুন করে Windows format দিলেও চিন্তার কিছু নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন