অনেকেই হয়তো বলতে পারেন ফেসবুক থাকার পরে অন্য কোন সোশ্যাল সাইটের প্রয়োজন অর্থহীন। কিন্ত বর্তমানে ফেসবুক ছাড়াও বেশ কিছু সোশ্যাল সাইট রয়েছে।
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২
মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
সেরা ৯৯টি ওয়েবসাইটের তালিকা
কিছু International website এর address:
(Some International Web Address)
1. www.blogger.com
2. www.google.com
4. www.yahoo.com
5. www.wikileaks.org
6. www.msn.com
7. www.twitter.com
8. www.wordpress.com
9. www.meebo.com
10. www.makeuseof.com
11. www.box.net
12. www.mint.com
13. www.chacha.com
14. www.bing.com
15. www.instructables.com
16. www.pandora.com
17. www.picnik.com
18. www.youtube.com
19. www.theonion.com
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২
My Document এর Default Setting পরিবর্তন
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই যে সমস্যাটার সম্মুখীন হই তা হল হঠাৎ Windows চালু না হওয়া। তখন না চাইলেও বাধ্য হইয়া Windows সেটাপ দেই তখন My Document এর সকল ডাটা/তথ্য মুছে যায় অর্থাৎ My Document খালি হয়ে যায়। কারণ My Document সব সময় 'C' Drive এর অধীনে থাকে। My Document এর Default location বদলানো যায়। বিষয়টি নিম্নরুপঃ
- প্রথমে যেই ড্রাইভকে আপনি Default location বদলাতে চান সেই ড্রাইভে My Document নামে একটি নতুন ফোল্ডার বানান।
- ডেক্সটপে থাকা অরজিনাল My Document ফোল্ডারটির উপর রাইট ক্লিক Properties থেকে Move এ যান। এরপর Select a Destination ডায়লগবক্স থেকে My Computer > F (এখানে F এর পরিবের্ত আপনি যেই ড্রাইভে My Document নামে ফোল্ডার তৈরি করেছেন সেই ড্রাইভটি) এ গিয়ে আপনার তৈরি করা My Document ফোল্ডারটি সিলেক্ট করে OK দিন। Yes/No আসলে Yes দিন। তাহলে আপনার তৈরি করা My Documents ফোল্ডারটিই হবে নতু জায়গা। সবকিছু ওখানেই চলে যাবে, ওখানেই সেভ হবে। ফলে নতুন করে Windows format দিলেও চিন্তার কিছু নেই।
বুধবার, ১০ অক্টোবর, ২০১২
গুগলে দ্রুত সার্চ করার কৌশল
- আপনি যদি গুগলে কোন কিছুর সংজ্ঞা বা কাকে বলে জানতে চান তাহলে সেই শব্দের আগে define লিখে সার্চ করতে হবে। যেমন : যদি ব্লগ কি জানতে চান তাহলে define blog লিখে সার্চ করতে হবে।
- কোন হিসাবের ফলাফল বের করতে হলে- যেমন : ২০+৫০-২০ লিখে সার্চ করলে ফল আসবে = ৫০।www.google.com
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)