শনিবার, ২৪ মে, ২০১৪

MS Word এ a-z পর্যন্ত অক্ষর দিয়ে Shortcut Key

Ctrl+ (A থেকে Z) অক্ষর দিয়ে Shortcut Key

Ctrl+A  =  All select.
Ctrl+B  =  Bold.
Ctrl+C  =  Copy.
Ctrl+D  =  Font.
Ctrl+E  =  Center Alignment.
Ctrl+F  =  Find
Ctrl+G =  Go
Ctrl+H =  Replace
Ctrl+I  =  Italic
Ctrl+J =  Justify Alignment

শনিবার, ১৭ মে, ২০১৪

বাবরি মসজিদ বনাম রাম মন্দির

ইতিহাসের পাতা থেকে....

সেই বিখ্যাত বাবরি মসজিদ

বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে উত্তর ভারতের কিছু অংশ দখল করেন কিন্তু তাই বলে তাকে মোগল সাম্রাজ্যের স্খাপক বলা যায় না কারণ কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হলে কেবল বিস্তীর্ণ ভূ-ভাগ দখল করলে হয় না, সেখানে প্রতিষ্ঠা করতে হয় প্রশাসন কিন্তু শাসনসংক্রান্ত সংগঠন গড়ে তোলার আগেই বাবর মারা যান বাবরি মসজিদ বাবর নির্মাণ করেননি বাবরি মসজিদ নির্মাণ করেন বাবরের সাথে আগত মীর বাকী নামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি বাবরি মসজিদের মধ্যে প্রাপ্ত প্রস্তরফলক থেকে জানা যায়, মীর বাকী মসজিদটি স্খাপন করেন ৯৩৫ হিজরিতে, খ্রিষ্টাব্দের হিসাবে যা দাঁড়ায় ১৫২৮ বাবরি মসজিদ একটি মামুলি মসজিদ মাত্র; যা কোনো উন্নত স্খাপত্যের নিদর্শন নয় বাবর উত্তর ভারতে আসার আগেই উত্তর ভারতে মুসলিম স্খাপত্যের বিশেষ রীতি গড়ে উঠেছিল তা গড়ে উঠেছিল মিনার, গম্বুজ প্রকৃত খিলানকে নির্ভর করে কেবল উত্তর ভারতে নয়, দক্ষিণ ভারতে বাহমনি সুলতানদের নেতৃত্বেও গড়ে ওঠে একটা বিশিষ্ট মুসলিম স্খাপত্য রীতি বাবরি মসজিদের নাম বিশেষভাবে আলোচনায় আসতে পেরেছে তাই এই মসজিদকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সঙ্ঘাতের কারণ ঘটছে