যদি আপনি আপনার ব্যক্তিগত কোনো ধরনের ডকুমেন্ট যা
আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না তাহলে হাইড করে ফেলুন আপনার সেই নির্দিষ্ট ড্রাইভটি।
প্রথমে Start মেনু থেকে Run-এ যেতে হবে। এরপর সেখানে Gpedit.mse লিখে Ok করুন। একটি Group
Policy উইন্ডো আসবে। এবার এই উইন্ডোর বাম পাশের User Configuration-এর Administrative Templates-এর ওপর ডাবল কিক করুন। এরপর একই উইন্ডোর ডান পাশে Windows Components-এর ওপর ডাবল কিক করুন। এবার Windows Explorer-এর ওপর ডাবল ক্লিক করে Hide these specified
drives in my computer-এর রাইট বাটন ক্লিক করুন। এখন Properties-এ ক্লিক করে Hide these specified
drives in my Computer-এর নিচে Enable মার্ক করুন। এরপর যে ড্রাইভটি লুকাতে চান সেটি Pick one of the
following combinations-এর নিচে সিলেক্ট করে
দিন। এবার Apply, Ok দিয়ে বের হয়ে আসুন। ফলে আপনার নির্দিষ্ট ড্রাইভটি লুকিয়ে যাবে। যদি আবার ড্রাইভটি দেখতে চান তবে প্রথম থেকে একই পদ্ধতি
অনুসরণ করে Enable-এর জায়গায় Not Configured বা Disabled মার্ক করে Apply, Ok দিয়ে বের হয়ে আসুন, তাহলে ড্রাইভটি আবার
দেখতে পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন