শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

পার্টিশন করুন আপনার হার্ডডিস্কে কোন কিছু ডিলিট না করে


যদি আপনার ল্যাপটপের বা ডেক্সটপের হার্ডডিস্কে C ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভ নেই কিংবা দুটি অথবা তিনটি ড্রাইভ আছে, তারা ইচ্ছে করলে সহজেই অপারেটিং সিস্টেম ও অন্যান্য কনটেন্ট ডিলিট না করেই
এবং নতুন কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই যেকোনো ড্রাইভকে সঙ্কুচিত করে এক বা একাধিক নতুন ড্রাইভ তৈরি করে প্রয়োজনমতো হার্ডডিস্কের পার্টিশন করতে পারেনআর এজন্য প্রথমে My Computer-এর ওপর রাইট বাটন চেপে Manage থেকে Computer Management-এ যেতে হবেএবার বাম পাশের কনসোলে Disk Management-এ ক্লিক করে ডান পাশের C ড্রাইভের ওপর রাইট বাটন চেপে Shrink Volume-এ ক্লিক করুনপ্রসেসিং হতে কিছুটা সময় নেবেধরুন, আপনার হার্ডডিস্কেটি ১৬০ গিগাবাইটের শুধু C ড্রাইভ আছেC  ড্রাইভটিতে প্রায় ২০ জিবির মতো ডাটা সংরক্ষিত এবং প্রায় ১৩৮ জিবির মতো জায়গা ফাঁকা আছেএখন আপনি চাচ্ছেন C ড্রাইভটিতে প্রায় ৩০ জিবির মতো ধারণক্ষমতা রেখে বাকি ১২৮ জিবি জায়গা সংবলিত একটি ড্রাইভ তৈরি করতেতাহলে এবার Enter the amount of space to shrink in MB ঘরটিতে ১৩১০৮০ সংখ্যা টাইপ করে Shrink বাটনে ক্লিক করুন১২৮ গিগাবাইটকে ১০২৪ দিয়ে গুণ করে মেগাবাইটে রূপান্তর করা হয়েছেযেমন- ১২৮×১০২৪ + ৮ = ১৩১০৮০ MB)এবার অল্প সময়ের মধ্যে C ড্রাইভটি সঙ্কুচিত হয়ে নিচের দিকে Disk 0 Basic লাইনে ১২৮ জিবি Free Space যুক্ত একটি ড্রাইভ তৈরি হবেএখন এই ড্রাইভটির ওপর রাইট বাটন ক্লিক করে New Simple Volume-এ ক্লিক করুনএবার New Simple Volume Wizard বক্সের নিচে Next বাটনে ক্লিক করুনNext-এ ক্লিক করে Assign the following drive letter-Drive letter হিসেবে D সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন আবার Next বাটন চেপে Next বাটনে ক্লিক করুনএখন সবকিছু ক্লোজ করে My Computer ওপেন করে দেখুন New Volume (D) নামে একটি ১২৮ গিগাবাইটের ড্রাইভ তৈরি হয়েছেএবার এই ড্রাইভটির ওপর রাইট বাটন ক্লিক করে রিনেম সিলেক্ট করে ইচ্ছেমতো একটি নাম দিতে পারেনধরুন, ড্রাইভটিকে Soft (D) নামে রিনেম করা হয়েছেএখন আবার আগের নিয়ম অনুসরণ করে এই Soft (D) ড্রাইভকে সঙ্কুচিত করে আরো একটি ড্রাইভ তৈরি করতে পারেনআর এভাবেই আপনার কমপিউটারের হার্ডডিস্কটিকে ইচ্ছেমতো পার্টিশন করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন