সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

MS Word-এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ওয়াটারমার্ক Image/Text ব্যবহার



MS Word-এ লেখার পেছনে কোন লেখাকে বা ছবিকে ওয়াটার কালারের মতো ব্যবহার করার প্রয়োজন হয়এজন্য MS Word 2003-এর ক্ষেত্রে মেনুবারের Format থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে যান এবং Printed Watermark... নির্বাচন করুন

প্রিন্টেড ওয়াটারমার্ক উইন্ডো আসার পর Picture Watermark সিলেক্ট করুন এবং Select Picture বাটনে ক্লিক করে পিকচারের লোকেশন দেখিয়ে দিনতবে ওয়াটারমার্ক ইমেজসহ কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলে সে ক্ষেত্রে Washout মার্ক করুনএবার Apply, Ok দিয়ে বের হয়ে আসুনকোনো লেখাকে ওয়াটারমার্ক করতে চাইলে ওয়াটারমার্ককে উইন্ডো থেকে Text ওয়াটারমার্ক সিলেক্ট করুনএখন টেক্সট বক্সে টেক্সট টাইপ করুন এবং ফন্ট, কালার, সাইজ ও লেআউট ইচ্ছেমতো সিলেক্ট করুনতবে টেক্সট ওয়াটারমার্কসহ কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলে Semitransparent সিলেক্ট করুনতারপর Apply, Ok দিয়ে বেরিয়ে আসুন

MS Word 2007-এর ক্ষেত্রে Page Layout মেনু থেকে ওয়াটারমার্ক অপশনে যান এরপর কাস্টম ওয়াটারমার্ক সিলেক্ট করুননতুন উইন্ডো আসার পর পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করুন এবং সিলেক্ট বাটন চেপে পিকচারের লোকেশন দেখিয়ে দিনএবার Apply, Ok দিয়ে বেরিয়ে আসুনকোনো টেক্সটকে ওয়াটারমার্ক করতে চাইলে ওয়াটারমার্ক মেনু থেকে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করুনটেক্সট বক্সে টেক্সট টাইপ করে কালার, ফন্ট, স্টাইল সিলেক্ট করুনএরপর Apply, Ok দিয়ে বেরিয়ে আসুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন